নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে আইন না মানায় চার ব্যবসায়ীকে জরিমানা

হিলিতে আইন না মানায় চার ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
মেডিসিনের দোকান ব্যতীত অন্য সব ধরনের দোকান বন্ধ রাখার নির্দেশ থাকলেও তা অমান্য করে দোকান খোলার অপরাধে চার ব্যবসায়ীকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্দেশনা রয়েছে করোনা ভাইরাস প্রতিরোধে হিলিতে দুপুর ১টার পর সকল প্রকার দোকান পাট বন্ধ রাখতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের সহযোগিতায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাফিউল আলম।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রাফিউল আলম জানান, দিনাজপুর জেলা প্রশাসকের নিদেশনা মোতাবেক ওষুধ, কাঁচা বাজার ও পচনশীল পণ্যের দোকান সকাল থেকে দুপুর ১টা পযন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয় এবং দুপুরের পর মেডিসিনের দোকান ব্যতিত সব ধরনের দোকান বন্ধ থাকবে। এরই ধারাবাহিকতায় আমাদের এই অভিযান প্রতিনিয়ত পরিচালনা করা হবে।

এছাড়া তিনি আরো জানান, প্রযোজন ছাড়া কেই ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

আরও দেখুন

ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় মোঃ বাদল হোসেন (৩০) নামে এক চালকের …