নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু

ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় মোঃ বাদল হোসেন (৩০) নামে এক চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধায় উপজেলার মশিন্দা শিকারপুর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধারের স্থান ও দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেছেন। নিহত বাদল হোসেন পাশ্ববর্তী সিংড়া উপজেলার আরজুপাড়া গ্রামের মোঃ গোলে হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর গ্রামে মাটি ব্যবসায়ী আব্দুল লতিফ ও মোঃ আতিক হোসেন নামের দুই মাটি ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটিবহনকারী ট্রাক্টর দিয়ে মাটি বিক্রি করছিলো। সোমবার সন্ধায় শিকারপুর এলাকায় ট্রাক্ট্ররে মাটিবহণকরার সময় অন্য এক ট্রাক্টর চালক দাড়িয়ে ছিলো। এসময় ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই চালক বাদলের মৃত্যু হয়।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,‘খবর পেয়ে দুর্ঘটনায় নিহত বাদলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। তদন্ত চলছে।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …