বৃহস্পতিবার , মে ৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / সড়কের আইল্যান্ডের ফুল না ছেঁড়ার অনুরোধ মেয়র লিটনের

সড়কের আইল্যান্ডের ফুল না ছেঁড়ার অনুরোধ মেয়র লিটনের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ


মহানগরীর বিভিন্ন সড়কের মাঝের আইল্যান্ডের ফুল না ছেড়ার অনুরোধ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার রাসিকের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবুজ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ঝকঝকে-তকতকে শহর রাজশাহী। রাজশাহী মহানগরীর সড়কগুলোর আইল্যান্ডে বাহারি রঙের ফুল এই শহরের সৌন্দর্য্য বৃদ্ধি করেছে কয়েকগুণে। সড়কের মাঝে আইল্যান্ডে ফুলের পসরা মুগ্ধ করে রাজশাহীতে আগত দেশি-বিদেশি যে কাউকেই। সৌন্দর্য্যরে কারণে রাজশাহীর খ্যাতি ও সুনাম দেশজুড়েই।

রাজশাহী সিটি কর্পোরেশনের নিবিড় পরিচর্যায় সড়কের আইল্যান্ড সবুজে আচ্ছাদিত হয়েছে, বাহারি ফুল ছড়িয়েছে অনন্য সৌন্দর্য্য। কিন্তু লক্ষ্য করা হচ্ছে কিছু অসাধু ব্যক্তি বিশেষ করে ভোরে ও সন্ধ্যার আগ মুহূর্তে রাস্তায় মানুষের উপস্থিতি কম থাকার সুযোগে কারণে ও অকারণে ফুল ছিঁড়ে ফেলছে। এতে করে শহরের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে।

সুতরাং সড়কের আইল্যান্ডের ফুল না ছিড়তে সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। কোন অসাধু ব্যক্তি ফুল ছিড়তে দেখলে, তাৎক্ষণিক তাকে নিবৃত্ত করতে মহানগরবাসীকে অনুরোধ জানিয়েছেন মেয়র।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …