নীড় পাতা / আইন-আদালত / সিংড়া থেকে অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃতকে উদ্ধার করেছে র‌্যাব

সিংড়া থেকে অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃতকে উদ্ধার করেছে র‌্যাব


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের হালসা এলাকা থেকে অপহরণের ৫ মাস পরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে সংবাদকর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এতথ্য জানিয়েছেন নাটোর  ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।অপহরনকারী জাহিদ (২৩) সিংড়া থানার সূর্যপাড়া গ্রামের শহিদুল ইসলামে ছেলে।

অধিনায়ক আরো জানান, জাহিদ হোসেন দীর্ঘদিন থেকে তৈয়ব আলীর নাতনীকে উত্যাক্ত করে আসছিলো। নিষেধ করায় চলতি বছরের ২৮ মে মাসে জাহিদ নামে এক অপহরণকারী সদর উপজেলার হালসা এলাকার তৈয়ব আলীর নাতনীকে তা বাড়ীর সামনে থেকে সন্ধ্যার সময় অপহরণ করে নিয়ে যায়। পরে তৈয়ব আলী ১ জুন সদরথানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জাহিদকে প্রধান করেএকটি মামলা দায়ের করে। তারপর পুলিশ জাহিদের পিতা শহিদুলকে গ্রেফতার করলেও জাহিদ থাকে ধরাছোঁয়ার বাইরে।   

৫ মাস পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল বুধবার দুপুরে সিংড়া থানার চামারী  বাজার  থেকে  জাহিদকে  গ্রেফতার করে র‌্যাব। তার দেওয়া তথ্যমতে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে আসামীসহ সদর থানায় হস্তান্তর করে র‌্যাবের সদস্যরা।

আরও দেখুন

ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় মোঃ বাদল হোসেন (৩০) নামে এক চালকের …