নীড় পাতা / জাতীয় / সিংড়ায় এসিল্যান্ডের নম্বর ক্লোন করে টাকা দাবি

সিংড়ায় এসিল্যান্ডের নম্বর ক্লোন করে টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন জনের নিকট টাকা চাওয়া হচ্ছে।

এমন ঘটনায় সবাইকে সর্তকতা থাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সর্তক থাকার জন্য একটি সতর্কীকরণ পোস্ট দিয়েছেন সিংড়ার এসিল্যান্ড।

শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে এই পোস্ট দেন এসিল্যান্ড সিংড়া নাটোর আইডি থেকে। শুক্রবারে (২৭ মে) উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, অফিস সহকারী ও নৈশপ্রহরির কাছ থেকে টাকা চায় দুষ্কৃতকারী। পরে কন্ঠ শুনে সন্দেহ হলে এসিল্যান্ডকে জানান তাঁরা।

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, এ বিষয়ে থানায় জিডিসহ আইনগত পদক্ষেপ নেয়া হবে। সর্বসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …