নীড় পাতা / জাতীয় / সরকারি স্কুলে ভর্তির লটারি ১১ই জানুয়ারি

সরকারি স্কুলে ভর্তির লটারি ১১ই জানুয়ারি

 ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি বিদ্যালয়গুলোতে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন‌্য আগামী ১১ই জানুয়ারি অনলাইন লটারি হবে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। এবার ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সসীমার বাধ‌্যবাধকতা শিথিল করা হয়েছে। ফলে এ বছর যেকোনো বয়সের শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন‌্য আবেদন করতে পারবে।

এছাড়া যারা জটিলতায় পড়েছে তারা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। আর ১১ই জানুয়ারি লটারি হবে। 

টেলিটকের ওয়েবসাইটের (https://gsa.teletalk.com.bd/) মাধ্যমে ঢাকা মহানগরীসহ দেশের সব কটি সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। সফটওয়্যার ব্যবহার করে অনলাইনেই লটারির কাজটি হবে, এতে সময় কম লাগবে।
 
শিক্ষার্থীরা আবেদনের সময় ৫টি স্কুল নির্বাচন করতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ১১০টাকা আবেদন ফি দিতে হবে। টেলিটকের মাধ্যমে এসএমএস করে ফি জমা দিতে হবে।  

গত ৩০ ডিসেম্বর সারাদেশের সরকারি স্কুলগুলোর ভর্তিতে লটারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ভর্তি সংক্রান্ত এক শুনানি শেষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করার জন্য আরও ১০ দিন সময় বাড়ানোর নির্দেশ দেয় উচ্চ আদালত।  

আরও দেখুন

বড়াইগ্রামে সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: এক বিঘা জমিতে চাল কুমড়া, খিড়া ও তরমুজ চাষ করেছিলেন নাটোরের বড়াইগ্রামে কৃষক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *