বৃহস্পতিবার , মে ৯ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / রূপপুর পারমাণবিক কেন্দ্রের চুল্লি ও জেনারেটর পৌঁছেছে মোংলা বন্দর

রূপপুর পারমাণবিক কেন্দ্রের চুল্লি ও জেনারেটর পৌঁছেছে মোংলা বন্দর

নিজস্ব প্রতিবেদক:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্রাংশ নিউক্লিয়ার রি-অ্যাক্টর প্রেশার ভেসেল বা পারমাণবিক চুল্লি ও একটি স্টিম জেনারেটর মোংলা বন্দরে পৌঁছেছে। রাশিয়ান পতাকাবাহী এমভি ডাইসি নামক জাহাজটি রাশিয়ার ভলগা বন্দর থেকে যাত্রা শুরু করে প্রায় ১৪ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে মঙ্গলবার রাতে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে আমদানিকৃত ২ হাজার ৩৫৫ মেট্রিক টনের ২৭০ প্যাকেজ মেশিনারি পণ্য রয়েছে। গতকার সকাল থেকে মোংলা বন্দরের জেটিতে ওইসব পণ্য খালাস কাজ শুরু হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, বহু কাঙ্খিত রূপপুর কেন্দ্র সচল হওয়ার জন্য যেসব পণ্য আসার কথা ছিল সেগুলো মঙ্গলবার বন্দরে এসেছে। আগামী ৫ নভেম্বরের মধ্যে এসব পণ্য নদী ও সড়কপথে রূপপুর পৌঁছে যাবে। খালাসের সঙ্গে সঙ্গে সেগুলো সড়ক ও নদীপথে যেতে শুরুও করেছে। এ জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …