বৃহস্পতিবার , মে ৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে বিধবাকে গরু প্রদান করলো সাততারা সমিতি

রাণীনগরে বিধবাকে গরু প্রদান করলো সাততারা সমিতি

নিজস্ব প্রতিবেদক রাণীনগর:
নওগাঁর রাণীনগর উপজেলার হরিশপুর গ্রামের সাততারা সমবায় সমিতির পক্ষ থেকে সুরভী বেওয়া নামে এক বিধবাকে গরু প্রদান করা হয়েছে।

বিধবার সংসারে সচ্ছলতা ফেরানোর লক্ষে বৃহস্পতিবার সকালে সমিতির কার্যালয়ে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের একটি বোকনা গরু প্রদান করা হয়। সমিতির সভাপতি জানান,এলাকার জনমানুষের কল্যানে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে এই সমিতি। সমিতির আওতায় সবজি চাষ,মাদুর কারখানা,দই তৈরি সহ নানা ধরনের উৎপাদনশীল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এছাড়া এলাকার অসহায়, গরীব মেয়ে বিয়েতে এবং অসুস্থ্যদের চিকিৎসার জন্য ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করে আসছে। তারই ধারাবিহকতায় ওই বিধবাকে সাবলম্বি করতে বিনা মূল্যে গরু প্রদান করা হয়।গরু প্রদানের সময় সমিতির সভাপতি এজাদুল ইসলাম,সম্পাদক গৌতুম চন্দ্র, স্থানীয় ইউপি মেম্বার মমতাজুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …