নীড় পাতা / জেলা জুড়ে / যুগান্তরের দুই যুগে পর্দাপণ উপলক্ষ্যে বড়াইগ্রামে শোভাযাত্রা

যুগান্তরের দুই যুগে পর্দাপণ উপলক্ষ্যে বড়াইগ্রামে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক:
যুগান্তরের দুই যুগে পর্দাপণ উপলক্ষ্যে বড়াইগ্রামে শোভাযাত্রানাটোরের বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন বলেছেন, যুগান্তর দেশের বহুল প্রচলিত একটি সাহসী পত্রিকা। গণতন্ত্র প্রতিষ্ঠায় ভ‚মিকা রাখার পাশাপাশি ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে যুগান্তর সব সময়ই সোচ্চার। এ পত্রিকা জনগণের অধিকারের কথা বলে, সমাজের অন্যায়-অবিচার নিষ্পেষিত মানুষের পাশে থাকে। দেশের সব গণমাধ্যমের মধ্যে যুগান্তর স্বকীয় ধারা বজায় রেখে সাহসের সাথে সামনে এগিয়ে যাচ্ছে। এ কারণেই দিন দিন দেশের সচেতন পাঠকের সমাদৃত পত্রিকা হয়ে উঠেছে যুগান্তর।

তিনি শনিবার যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে বড়াইগ্রাম স্বজন সমাবেশের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হকের সভাপতিত্বে ও যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক মতিউর রহমান সুমনের সঞ্চালনায় সভায় বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, জেলা পরিষদ সদস্য শাহ আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক ডিএম আলম, চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকন, যুগান্তরের জেলা প্রতিনিধি ও নাটোর প্রেসক্লাবের সহ-সভাপতি শহীদুল হক সরকার, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ইসাহাক আলী, প্রকৌশলী আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাসুদ রানা মান্নান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগান্তরের গুরুদাসপুর প্রতিনিধি দিল মোহাম্মদ, সিংড়া প্রতিনিধি সাইফুল ইসলাম এবং বাগাতিপাড়া প্রতিনিধি মঞ্জুরুল আলম মাসুম, সাবেক প্রধান শিক্ষক তোজাম্মেল হক হীরা, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ জোয়াদ্দার, জাহিদুল ইসলাম ও দিল মোহাম্মদ চৌধুরী বক্তব্য রাখেন।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …