নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বড়াইগ্রামে হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বনপাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাইপাস চত্বরে ‘কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা বাস মালিক সমিতির সভাপতি আব্দুর করিম মোল্লা, গোপালপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দীক, আমেনা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আনছারুল হক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোস্তফা ব্যাপারী প্রমূখ বক্তব্য রাখেন।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …