সোমবার , এপ্রিল ২৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে সেই বিধবা’র বয়স্কভাতা পূনরায় প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু

বড়াইগ্রামে সেই বিধবা’র বয়স্কভাতা পূনরায় প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বয়স্কভাতা থেকে বঞ্চিত সুরধনির ভাতা কার্ড প্রতিস্থাপনের ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। গত ২৮ জানুয়ারী ‘‘বড়াইগ্রামে ইউ’পি মেম্বরের প্রতারনায় সংখ্যালঘু বিধবার চলমান বয়স্ক ভাতা বন্ধ!’’ শিরোনামে নারদবার্তায় সংবাদ প্রকাশের পর বিষয়টি অবগত হয় উপজেলা পরিষদ এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

আজ সোমবার সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানার আমন্ত্রণে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসেন সুরধনি। উপজেলা চেয়ারম্যান ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সার্বিক নির্দেশনায় এবং সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানার আন্তরিক সহযোগীতায় সুরধনির ভাতা কার্ড পূনরায় চালু হতে যাচ্ছে।

বিধবা সুরধনির ১০ বছরের চলমান বয়স্কভাতা কার্ডটি ওয়ার্ড মেম্বর কামাল হোসেন কৌশলে আটকে রাখায় গত ২বছর যাবৎ এই ভাতা থেকে বঞ্চিত হন তিনি।

এসময় সমাজসেবা কর্মকর্তা বলেন- আমরা সুরধনির প্রয়োজনীয় কাগজ পত্র নিয়েছি, দ্রুত সময়ের মধ্যে তার ভাতা কার্ডটি প্রতিস্থাপনের ব্যবস্থা করছি।

আরও দেখুন

তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি দূর করতে নাটোরে ইস্তিসকার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক: চলমান তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি দূর করতে নাটোরে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। …