নীড় পাতা / জেলা জুড়ে / তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি দূর করতে নাটোরে ইস্তিসকার নামাজ আদায়

তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি দূর করতে নাটোরে ইস্তিসকার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক:

চলমান তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি দূর করতে নাটোরে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। আজ রবিবার বেলা ১২ টার দিকে নাটোর সদরের ছাতনী ইউনিয়নে চকআমহাটী খোলা আকাশের নিচে স্থানীয় মুসুল্লিরা এই নামাজ আদায় করে। নাটোর মারকাজ জামে মসজিদের  ঈমাম মাওলানা মফিজুর রহমান  এই ইস্তিসকার নামাজে ইমামতি করেন। দুই রাকাত নামাজ আদায় করে মুসুল্লিরা দুই হাত তুলে অশ্রু সজল চোখে তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টির হাত থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন। 

মাওলানা মফিজুর রহমান বলেন, বৃষ্টিপাত না হলে প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। নামাজ পড়লেই যে বৃষ্টি হবে তা হাদিসে বলা হয়নি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন দেশে যখন খরা ও তাপপ্রবাহ বেশি হলে এ নামাজ পড়লে আল্লাহ সন্তষ্ঠ হলে বৃষ্টি হতে পারে।

আরও দেখুন

একসাথে এসএসসি পাস করলেন সেই ২ নারী জনপ্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করা সেই ৩ নারী জনপ্রতিনিধি ২ জন …