নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ

বড়াইগ্রামে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।

নবাগত অফিসার ইনচার্জ আনোয়ারুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম ও উপ-পরিদর্শক শামসুল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে নারীবান্ধব দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বড়াইগ্রাম উপজেলাকে ৭৬টি বিট পুলিশিং গ্রæপে বিভক্ত করা হয়েছে। আপনাদের যেকোন সমস্যা পুলিশকে জানাবেন। বিট পুলিশিং সদস্যরা আপনার কাছে এসে চাহিদা মত সেবা দিবে। শুধুমাত্র কিছু বড় অপরাধ যেমন ধর্ষণ, খুন এগুলো বিষয়ে আপনাকে থানায় যেতে হবে। তাছাড়া ছোটখাট বিষয়গুলোতে পুলিশ ইউনিয়ন ভিত্তিক আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সেবা দিবে। জনগণের জন্যই বিট পুলিশিং। সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা অংশগ্রহণ করেন।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …