নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে বিপ্লব হোসেন (৪০) নামে এক ইলেকট্রিক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত ১০ টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের হাসমারী এলাকায় ওই ঘটনা ঘটেছে। এসময় ব্যবসায়ীর সাথে থাকা খোরশেদ সরকার (৬০) নামে অপর একজনকে পিটিয়ে আহত করা হয়। আহত বিপ্লব হাসমারী গ্রামের মৃত ইনতাজ সরদারের ছেলে ও খোরশেদ একই এলাকার মৃত মনিরুদ্দিন সরদারের ছেলে।

আহত ব্যবসায়ী বিপ্লব জানান, কাছিকাটা থেকে খোরশেদ ও তিনি মোটরসাকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাসমারি গ্যাস পাম্প এলাকায় পৌঁছালে চার থেকে পাঁচজনের একদল ছিনতাইকারী তাদের পথরোধ করে মারধর করে। মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তার কাছে থাকা ১ লাখ টাকা নিয়ে ছিনতাইকারীরা চলে যায়। এসময় তার সাথে থাকা খোরশেদও আহত হন। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গুরুদাসপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের কাছ থেকে তথ্য নিয়ে অপরাধীদের আটকে অভিযান চলছে।

আরও দেখুন

বড়াইগ্রামে সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: এক বিঘা জমিতে চাল কুমড়া, খিড়া ও তরমুজ চাষ করেছিলেন নাটোরের বড়াইগ্রামে কৃষক …