নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় ভেজাল গুড় ও মিষ্টির দোকানে জরিমানা

বাগাতিপাড়ায় ভেজাল গুড় ও মিষ্টির দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় রাসায়নিক দ্রব্যাদি মিশিয়ে ভেজাল গুড় তৈরি ও নষ্ট দই-মিষ্টি বিক্রির দায়ে দুই জনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) সুরাইয়া মমতাজের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভেজাল গুড় তৈরির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত উপজেলার চক তকিনগর এলাকায় অভিযান চালায়। সেখানে আখের রস ছাড়াই চিনি গলিয়ে হাইড্রোজ, ডালডা, ফিটকিরি, কেমিক্যাল রং, চুন মিশিয়ে গুড় তৈরির দায়ে আবু রায়হানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার ১৯ মণ ভেজাল গুড় জব্দ করা হয়। একই স্থানে রতন আলীর ১০ মণ গুড় জব্দ করে তাকে সতর্ক করা হয়। পরে ডোবায় ফেলে এসব গুড় ধ্বংশ করা হয়।

অপরদিকে বিকালে ছাতিয়ানতলা বাজারে অভিযান চালিয়ে নষ্ট ও পচা দই ও মিষ্টি বিক্রির দায়ে মিষ্টি ব্যবসায়ী রাসেল আহম্মেদতে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নষ্ট ও পচা ১৫ কেজি মিষ্টি ও ৬ কেজি দই জব্দ করে ধ্বংশ করা হয়।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) সুরাইয়া মমতাজ বলেন, এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

আরও দেখুন

ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় মোঃ বাদল হোসেন (৩০) নামে এক চালকের …