বৃহস্পতিবার , মে ৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় বাজার তদারকিতে সক্রিয় প্রিয়াঙ্কা দেবী পাল

বাগাতিপাড়ায় বাজার তদারকিতে সক্রিয় প্রিয়াঙ্কা দেবী পাল

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ০৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ মাছ আহরণ,পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় বন্ধ ঘোষণা করে মৎস্য অধিদপ্তর।

এ বিষয়ে প্রতিটি জেলা এবং উপজেলা যাতে কেউ ইলিশ মাছ ধরা পরিবহন বিপণন বিক্রয় করতে না পারে তার জন্য মৎস্য অধিদপ্তরের সহায়তায় বাজার পর্যবেক্ষণ করা হয়। গতকাল তমালতলা মালঞ্চি বাজার সহ উপজেলার বাজারগুলোতে মনিটরিং করা হয়। বৃহস্পতিবার বিকেলে দয়ারামপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল।

এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান। বাজার মনিটরিং এর সময় বাজারের মৎস্য বিক্রেতাদের এ ব্যাপারে সচেতন করা হয়।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …