নীড় পাতা / জেলা জুড়ে / বনপাড়া পৌরসভায় খ্রীষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

বনপাড়া পৌরসভায় খ্রীষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় খ্রীস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড় দিন যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে খ্রীষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে পৌর পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার পৌর মিলনায়তনে সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বনপাড়া সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার শঙ্কর ডমিনিক গমেজ, সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গমেজ, বনপাড়া খ্রীস্টান ক্রেডিট ইউনিয়নের সভাপতি মি. সুব্রত রোজারিও, সাধারণ সম্পাদক শিল্পী ক্রশ, সমাজ সেবক পদ্মিনী কস্তা ও গাব্রিয়াল কস্তা, ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান, মোহিত কুমার সরকার ও শরীফুন্নেসা শিরিন বক্তব্য রাখেন। সভায় মেয়র কেএম জাকির হোসেন খিষ্ট সম্প্রদায়ের নেতৃবৃন্দকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …