নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

বড়াইগ্রামে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে সুন্দর প্রাকৃতিক পরিবেশ রুপায়নের জন্য ৫ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা আওয়ামীগ ও সহযোগী সংগঠন এই কর্মসূিচর আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আঃ কুদ্দুস মিয়াজী গাছের চারা রোপনের মাধ্যমে উদ্বোধন করেন। মাঝগ্রাম ইউনিয়র পরিষদের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, জোয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, মাঝগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম আশু , সম্পাদক বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম প্রমূখ।

মিজানুর রহমান জানান, মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে থেকে তিরাইল অভিমুখে রাস্তার উভয় পার্শে আকাশ মনি,অর্জুন ও পেয়ারা গাছের ৫ হাজার চারা রোপন করা হয়েছে।

আরও দেখুন

বড়াইগ্রামে সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: এক বিঘা জমিতে চাল কুমড়া, খিড়া ও তরমুজ চাষ করেছিলেন নাটোরের বড়াইগ্রামে কৃষক …