নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ায় আবাদি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

পুঠিয়ায় আবাদি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
কৃষিনির্ভর রাজশাহীর পুঠিয়া উপজেলায় আবাদি জমির উপরিভাগের উর্বর মাটি যাচ্ছে ইটভাটায়। এক শ্রেণির দালালদের মাধ্যমে এসব মাটি কিনে ইট তৈরির পাশাপাশি আবাদি জমি খননে মদদ দেওয়াসহ জমির শ্রেণী পরিবর্তন করতে উৎসাহ জোগাচ্ছে ভাটা মালিকরা। এছাড়াও সওজ ও এলজিডি’র পাঁকা সড়কের পাশে ও ঘনবসতি এলাকায় আবাদি জমিতে ইটভাটা গড়ে ওঠায় পরিবেশ দূষণ হচ্ছে।

জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ছোট-বড় মিলে ১৬টি ইটভাটা রয়েছে, যার অধিকাংশই অপরিকল্পিত ও অবৈধ। এসকল ইটভাটার মাটির চাহিদা পূরণ করতে নিয়মনীতি উপেক্ষা করে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে একদিকে যেমন পুকুর বানানো হচ্ছে অপরদিকে ঐ সকল ইটভাটার আশেপাশের আবাদি জমির উপরিভাগের উর্বর মাটি ৫শ থেকে ১ হাজার টাকায় ক্রয় করে ট্রাক, ট্রাক্টর ও ট্রলিযোগে ইটভাটায় সরবরাহ করায় গ্রামীণ এলাকার এলজিইডি’র পাঁকা ও কাঁচা সড়কগুলো ভেঙে ধ্বংসলীলায় পরিণত হচ্ছে।

সরজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার- ঝলমলিয়া-মোল্লাপাড়া-পচামাড়িয়া-সাধনপুর এলজিডি’র পাঁকা সড়কের পাশে, পুঠিয়া সদর-ফুলবাড়ী বাজার-ভাল্লুকগাছী ও বেলপুকুর-মাহিন্দ্রা বাজার মহাসড়ক ও এলজিডি’র সড়কের পাশে, পৌর সদরের মহাসড়ক সংলগ্ন ঘনবসতি এলাকায় এবং পুঠিয়া-তাহেরপুর এলজিডির সড়কের দু’পাশে পশ্চিমভাগসহ আশেপাশের ঘনবসতি গ্রামেও নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে গড়ে উঠেছে ইটভাটা।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু জানান, ফসলি জমির মাটি বিক্রির বিষয়টি এখন চরম উদ্বেগের পর্যায়ে চলে গেছে। অচিরেই এটা রোধ করা দরকার। না হলে এই উপজেলায় ফসল উৎপাদনে মারাত্মক ধস নামবে। এজন্য কৃষক পর্যায়ে সচেতনতা সৃষ্টির কথা উল্লেখ করে তিনি বলেন, এনিয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করতে পারেন। এজন্য যদি তারা (কৃষি অফিস) আমাদের কাছে সহযোগিতা চায়, তবে আমরা সেটা দেব।

সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ বলেন, কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহার করা নিষিদ্ধ। আর ফসলি জমির মাটি বিক্রির ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ বলেন, নিয়ম-নীতি না মেনে ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রি এবং জমির শ্রেণী পরিবর্তন করা আইনত দন্ডনীয় অপরাধ। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

বড়াইগ্রামে সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: এক বিঘা জমিতে চাল কুমড়া, খিড়া ও তরমুজ চাষ করেছিলেন নাটোরের বড়াইগ্রামে কৃষক …