বৃহস্পতিবার , মে ৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোর- রাজশাহী শ্রমিকের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধের ৫ঘন্টা পর স্বাভাবিক 

নাটোর- রাজশাহী শ্রমিকের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধের ৫ঘন্টা পর স্বাভাবিক 

নিজস্ব প্রতিবেদক:

নাটোর   ও   রাজশাহী   পরিবহন   শ্রমিক   ইউনিয়নের  দ্বন্দ্বের   জেরে নাটোর-রাজশাহী মালিকের বাস চলাচল প্রায় ৫ঘন্টা বন্ধ থাকার পরে   ফেডারেশনের   নেতাদের   আশ্বাসে   স্বাভাবিক   হয়।   

তবে   অন্য জেলার বাস চলাচল স্বাভাবিক থাকায় দুর্ভোগে পড়েননি যাত্রীরা। নাটোর   জেলা   পরিবহন   শ্রমিক   ইউনিয়নের   সাধারণ   সম্পাদক শরিফুল   ইসলাম   কালিয়া   জানান,   গত   শুক্রবার   রাজশাহীর মালিকানাধীন দ্বীপ পরিবহন বাসের শ্রমিকদের সাথে নাটোরের রাজকীয় পরিবহনের শ্রমিকদের গাড়ি রাখা নিয়ে বাকবিতন্ডা হয়। এঘটনায় পরের দিন নাটোরে তাদের উপস্থিতে ফয়সালা করা হয়।

কিন্তু   হঠাৎ   গতকাল   রোববার   ভোরে   নাটোর   মালিকের   রাজকীয় পরিবহন   বাসটি   রাজশাহীতে   গেলে   সেখানকার   শ্রমিকরা গাড়ীটি   আটকে   দেয়।   খবরটি   নাটোরের   পরিবহন   শ্রমিক নেতাদের   জানালে   এর   প্রতিবাদে   রাজশাহীর   মালিকানাধীন যাত্রীবাহী সব ধরনের বাস চলাচল বন্ধ করে রাখে নাটোরের শ্রমিক ইউনিয়নের   নেতৃবৃন্দ।   এতে   করে   ঢাকাগামি   দেশ   ট্রাভেলস, ন্যাশনাল   ট্রাভেলসসহ   দুরপাল্লার   কয়েকটি   বাস   নাটোর বাসস্ট্যান্ডে   আটকা   পরে।   

এবিষয়টি   বাংলাদেশ   শ্রমিক ফেডারেশনের   নেতাদের   সাথে   আলোচনা   করা   হয়।   পরে   তারা আগামি মঙ্গলবার   দুপক্ষের  মধ্যে  সমঝোতা   করে  দেয়ার  আশ্বাস দিলে বাস চলাচল স্বাভাবিক হয়। 

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …