নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোর পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন

নাটোর পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভা পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটার দিকে এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর নাফিউল ইসলাম অন্তর সহ সংরক্ষিত নারী কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

USAID Local Health System Sustainability Project (LHSS) সহযোগিতায় , নাটোর সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে এবং পৌরসভার পরিচালনায় এই স্বাস্থ্য কেন্দ্র নয়টি ওয়ার্ডে জনগণকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে যাবে। সপ্তাহে দুইদিন এই স্বাস্থ্য কেন্দ্র সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে। সেখানে সিভিল সার্জন অফিস কর্তৃক একজন মেডিকেল অফিসার নিয়োজিত থাকবেন।

এ সময় মেয়র জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশের জনগণকে তাদের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই স্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে। যাতে জনগণ বিনামূল্যে এবং খুব সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে।

আরও দেখুন

ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় মোঃ বাদল হোসেন (৩০) নামে এক চালকের …