বৃহস্পতিবার , মে ৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোর জেলায় ৪৮ রাজাকার!

নাটোর জেলায় ৪৮ রাজাকার!

নাটোর জেলায় ৪৮ রাজাকারের নাম প্রকাশিত হয়েছে। রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এই তালিকা প্রকাশ করা হয়। মহান বিজয় দিবসের প্রাক্কালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ রাজাকারের নামের প্রথম দফা তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। আর এই ১০হাজার ৭৮৯জনের তালিকার মধ্যে নাটোর জেলার ৪৮জন রাজাকারের নাম প্রকাশ করা হয়েছে। প্রাথমিক এই তালিকায় সিংড়া উপজেলার রাজাকারের সংখ্যা সবচেয়ে বেশি।

নাটোর সদরের রাজাকারের তালিকায় যাদের নাম প্রকাশ করা হয়েছে তারা হলেন, আব্দুল কাসেম খান চৌধুরির ছেলে আব্দুস সাত্তার খান, সদর উপজেলার জংলি এলাকার সোলাইমান মুন্সি, দিঘাপতিয়া এলাকার পোস্ট মাস্টার হাফিজুর রহমান। নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুরের মোজাহার আলী, আব্দুস সবুর মোল্লা, আবেদ আলী মোল্লা, সামছুল মোল্লা এবং হামিদ আলী।

সিংড়া উপজেলার রাজাকারদের নাম- চৌগ্রামের রহমতউল্লার ছেলে মজিবর রহমান, চৌগ্রামের তাসির উদ্দিনের ছেলে মোজাফর হোসেন। পরান উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন, বড়সাঐলের নজরুল ইসলাম, দমদমা এলাকার খায়ের উদ্দিনের ছেলে এরশাদ আলী, দমদমা এলাকার হাজী রমজান আলীর ছেলে রওশন আলী সরদার, বোয়ালিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন। কুড়িপাকুরিয়া এলাকার নাসের আলী, একই এলাকার বাসির উদ্দিনের ছেলে মোয়েজ উদ্দিন, একই এলাকার রমজান আলীর ছেলে ওসমান আলী ফকির। বড়সাঐলের কাফি উদ্দিনের ছেলে আব্দুল খালেক, হাফিজ পেশোয়ারীর ছেলে শের মোহাম্মাদ, কদমতুলি এলাকার ইমান শাহের ছেলে মোহসিন আলী শাহ, নূরপুরের ইয়াকুব আলীর ছেলে জসিম উদ্দিন সরকার, নাজিরপুরের ডা. আব্দুল মজিদ, হাট কদমতুলি এলাকার হাজী সাবিল উদ্দিনের ছেলে ইসমাইল সরদার, একই এলাকার দবির সরকারের ছেলে আব্দুল কাদের সরকার, একই এলাকার মতিউর রহমানের ছেলে মহত আলী মাস্টার। বগু ফকিরের ছেলে মেছের ফকির, পুন্ডুরি গ্রামের তাইমুল্লাহ হাজীর ছেলে নাসির উদ্দিন, কানপুর গ্রামের নাবির উদ্দিন, বেজনপাড়া এলাকার চুস লাল ছেলে হাজের আলী। কলমের সাবেক চেয়ারম্যান আইফুব আলী প্রামানিক, নাজরপুর গ্রামের পোসরান সরকারের ছেলে কাসেম আলী, পুন্ডুরি গ্রামের ইয়াসিন প্রামানিকের ছেলে সোলেমান আলী। হুলহুলিয়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে ডা. সাইফুল ইসলাম, হাঁসপুুকুরিয়া গ্রামের হাজী হারান আলীর ছেলে জালাল উদ্দিন মিয়া, দমদমা এলাকার খয়ের সরদারের ছেলে নিজাম সরদার, একই এলাকার গোপালের ছেলে চন্দন আলী। দমদমা এলাকার রহমান আলী মোল্লার ছেলে জাবের আলী মোল্লা, রহিমউদ্দিন মুন্সির ছেলে রেজা উদ্দিন মুন্সি, হাট সিংড়ার জলিল মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক, একই এলাকার ওমর আলীর ছেলে আব্দুর রাজ্জাক। রমজান খানের ছেলে আব্দুর রাজ্জাক খান। ছোট চৌগ্রামের ফজলুর রহমানের ছেলে মাহমুদুল আলম। বানসার গ্রামের মধু খানের ছেলে আয়েজ উদ্দিন খান, একই এলাকার দয়েজ প্রামানিকের ছেলে আজিজ প্রামানিক। সাবেক চেয়ারম্যান মওলা বক্সের ছেলে আজিজুল হক এবং সিংড়া থানার অর্ন্তগত ভুল বাড়িয়া গ্রামের আজিম উদ্দিন। এরপর মাচের্ আরো নাম প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *