নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ২ দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব শুরু

নাটোরে ২ দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক:
সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে নাটোরে ২ দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। গতকাল নাটোর সদর উপজেলার কাফুরিয়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় মাঠে শিল্পকলা একাডেমির আয়োজনে এই লোকজ সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।

জেলা এবং জাতীয় পর্যায়ের শতাধিক শিল্পী ও সংগঠনের অংশগ্রহণে ২ দিনব্যাপী এই শিল্পযজ্ঞ পরিচালিত হয়। ঐহিত্যবাহী লোকজ খেলা, লোকনাট্য ও নাটোরসহ রাজশাহী অঞ্চলের শিল্পীদের বিভিন্ন নান্দনিক পরিবেশনার মাধ্যমে সাজানো হয়েছে এই উৎসবের অনুষ্ঠানমালা।

আরও দেখুন

ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় মোঃ বাদল হোসেন (৩০) নামে এক চালকের …