রবিবার , এপ্রিল ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণের ঢাকায় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা

নাটোরে সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণের ঢাকায় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক:

বকেয়া পাওনা অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণের বকেয়া পাওনা শতভাগ আদায়ের দাবিতে ঢাকার অবরোধ-অনশন কর্মসূচি সফল করার লক্ষে নাটোরে প্রস্তুতি সভা ও বিক্ষোভ মিছিল করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যান পরিষদ।

আজ বেলা ১২টার দিকে নাটোর সুগার মিলস্ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন পরিষদরে নেতা কর্মিরা। মিছিলটি মিল চত্তর প্রদক্ষিন করে পরিষদের কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় বক্তারা বলেন, বকেয়া ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন অবসর প্রাপ্তরা। দীর্ঘ দিন সরকারের কাছে আবেদন করেও কোন লাভ হয়নি। তাই আগামী ৩,৪ ও ৫ মার্চ ঢাকার কর্মসূচি সফল করতে সকল অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগকে আহবান জানান।

এতে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা পরিষদের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু রায়হান ভূলু, শ্রমিক, কর্মচারী পরিষদের সভাপতি ফিরোজ আলীসহ অবসরপ্রাপ্তরা ।

আরও দেখুন

তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি দূর করতে নাটোরে ইস্তিসকার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক: চলমান তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি দূর করতে নাটোরে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। …