নীড় পাতা / খেলা / ক্রিকেট / নাটোরে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট এর ফাইনালে মহারাজা স্কুল বিজয়ী

নাটোরে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট এর ফাইনালে মহারাজা স্কুল বিজয়ী

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল নাটোরের মহারাজা জে এন স্কুল এন্ড কলেজের স্কুল শাখা ৭ উইকেটে বিজয়ী হয়েছে। শনিবার সকালে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় টসে হেরে সরকারী বালক বিদ্যালয়কে ব্যাটিং এ পাঠায় মহারাজা জে এন স্কুল এন্ড কলেজের অধিনায়ক। প্রথমে ব্যাট করে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ২৭ ওভারেই সবগুলো উইকেট হারিয়ে ৮৬ রান করে। মহারাজা জে এন স্কুল এন্ড কলেজের ইমরান আহমেদ বিপক্ষ দলের পাঁচ উইকেট নিয়ে তাদের ইনিংসে ধস নামিয়ে দেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় সংখ্যক ৮৭ রান তুলে নেয় মহারাজা জেএন স্কুল এন্ড কলেজ। ৫ উইকেট শিকার করে মহারাজা জে এন স্কুল এন্ড কলেজের বোলার ইমরান আহমেদ ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি এবং মেডেল তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, মহারাজা জে এন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদুর রহমান জাহিদ প্রমুখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …