বৃহস্পতিবার , মে ৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে দুইটি প্রাইভেট ক্লিনিকে চল্লিশ হাজার টাকা জরিমানা

নাটোরে দুইটি প্রাইভেট ক্লিনিকে চল্লিশ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে দুইটি প্রাইভেট ক্লিনিকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ২৯ মে রবিবার বেলা এগারোটার দিকে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, নাটোর শহরের কানাইখালি এলাকায় তিশা ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে সেবা মূল্য তালিকায় মূল্য লেখা কম কিন্তু ভাউচারে বেশি টাকা নেওয়ার অপরাধে ৪০ ধারা মোতাবেক ধায্যকৃত মৃল্যের অধিক মূল্য নেওয়ার অপরাধে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে শহরের চকরাপুর এলাকায় ইসলামী হাসপাতালে প্যাথলজিতে পরিদর্শন কালে দেখা যায় ডিগ্রীধারি কোন ল্যাব মেডিকেল টেকনোলজিস্ট নাই। কিন্তু সেখানে ল্যাবে কাজ সারছেন ক্লিনিকের সাধারণ লোক দিয়ে। দায়সারা রিপোর্ট দিয়ে হাতিয়ে নিচ্ছেন ভোক্তার হাজার হাজার টাকা।

তিনি আরো জানান, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কাজ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫২ ধারা মোতাবেক বিশ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী পরিচালক আরো বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহায়তা প্রদান করেন নাটোরের পুলিশের একটি টিম।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …