সোমবার , এপ্রিল ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে আদিবাসী ছাত্র পরিষদের মিছিল ও আলোচনা সভা\ নতুন জেলা কমিটি ঘোষণা

নাটোরে আদিবাসী ছাত্র পরিষদের মিছিল ও আলোচনা সভা\ নতুন জেলা কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: উচ্চ শিক্ষায় ভর্তিসহ সরকারি চাকরী ক্ষেত্রে ৫% আদিবাসী কোটা বাস্তবায়নসহ ১৬ দফার পূর্ণ বাস্তবায়নের দাবিতে মিছিল ও আলোচনা সভা করেছে আদিবাসী ছাত্র পরিষদ। জেলা শাখার আয়োজনে শুক্রবার বিকালে শহরের মুসলিম হল ইনস্টিটিউট থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণশেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় আগামী দুই বছরের জন্য আদিবাসী ছাত্র পরিষদের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ১০ বছর পর ২১ সদস্য বিশিষ্ট গঠিত নতুন কমিটিতে আখি পাহান সভাপতি, তপু কুমার এক্কা সাধারণ সম্পাদক, সুমন্ত কুমার উরাও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

সম্মেলনে আদিবাসী ছাত্র পরিষদ নাটোর জেলা আহŸায়ক সুজল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন পাহান, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, নাটোর জেলা সভাপতি প্রদীপ লাকড়া, সহ-সভাপতি প্রতাপ সিং, সাধারণ সম্পাদক কালিদাস মুন্ডা, সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, আদিবাসী যুব পরিষদ নাটোর জেলা সভাপতি পরিতোষ পাহান, সহ-সভাপতি হেমন্ত পাহান, সাধারণ সম্পাদক সুজিত তেলি, নওগাঁ জেলা সভাপতি সুজিত পাহান, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা সভাপতি মিঠুন পাহান, নিয়ামতপুর কলেজ কমিটির সাবেক সভাপতি ফুলাল পাহান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক পলাশ পাহান প্রমূখ।

পরে আখিঁ পাহানকে সভাপতি, তপু এক্কাকে সাধারণ সম্পাদক , সুমন্ত কুমার উরাঁওকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান এবং সাধারণ সম্পাদক তরুন মুন্ডা।

আরও দেখুন

তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি দূর করতে নাটোরে ইস্তিসকার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক: চলমান তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি দূর করতে নাটোরে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *