বৃহস্পতিবার , মে ৯ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / ইতিহাস ও ঐতিহ্য / নাটোরে অনুষ্ঠিত হয়ে গেল গণজাগরণের যন্ত্রসঙ্গীত উৎসব

নাটোরে অনুষ্ঠিত হয়ে গেল গণজাগরণের যন্ত্রসঙ্গীত উৎসব

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে অনুষ্ঠিত হয়ে গেল গণজাগরণের যন্ত্রসঙ্গীত উৎসব। “শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গণজাগরণের শিল্প আন্দোলন অপ্রতিরোধ্য অগ্ৰযাত্রা নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির চরম শিখরে” এই শিরোনামে আজ সন্ধ্যা ছয়টার দিকে শহরের জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের মিলনায়তনে এই যন্ত্রসঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়।

যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন হারমোনিয়াম সৈয়দ মাসুম রেজা, লিড গিটার শুভ্র, তবলা মৃন্ময় প্রাং, বাঁশি সাহাদাত হোসেন, দোতরা সমসের আলী,অক্টোপ্যাড রণি, কিবোর্ড মিজানুর রহমান, মৃদঙ্গ সৌরভ, বেজ গিটার সৌরভ বিশ্বাস। দেড় ঘণ্টা ধরে চলা এই যন্ত্রসঙ্গীত পরিবেশনা উপভোগ করেন সঙ্গীত বোদ্ধাগণ। ভোটের ডামাডোলেও সন্ধ্যায় একটুখানি প্রশান্তি এনে দিয়েছে এই যন্ত্রসঙ্গীত উৎসব।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …