নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বড়াইগ্রামে নবনির্মিত দৃষ্টিনন্দন ইউপি ভবনের উদ্বোধন

নাটোরের বড়াইগ্রামে নবনির্মিত দৃষ্টিনন্দন ইউপি ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে নবনির্মিত দৃষ্টিনন্দন ৩ নং জোনাইল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

ইউনিয়ন পরিষদ চত্ত্বরে জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালু, আনিসুর রহমান ও মমিন আলী, জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান হারেজ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২০১৮-২০১৯ অর্থ বছরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় এক কোটি ১৩ লাখ ২২ হাজার নয়শ’ পাঁচ টাকা ব্যায়ে এ প্রকল্প বাস্তবায়ন করে।

আরও দেখুন

বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন
বিএনপি নেতা জামাল উদ্দিন আলীর প্রার্থিতা গ্রহণে আদালতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসাবে আগামী ২৪ ঘন্টার …