নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে ছাই

নাটোরের গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে তিন সহোদরের পাঁচটি আধাপাকা ঘরসহ আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ভস্ম হয়েগেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর উত্তরপাড়া গ্রামে রোববার ওই অগ্নিকান্রডে ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা সকলেই দিনমজুর শ্রেনির মানুষ।

ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, দুপুর দিকে সানোয়ারুল ইসলামের ঘর থেকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। পরে তার অন্য দুই ভাই সাইফুল ইসলাম ও সাইদুল ইসলামের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তাদের ঘরে থাকা আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় মালামাল এবং সাইদুল ইসলামের নগদ ৬০ হাজার টাকাসহ প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে জানান তাঁরা।

অগ্নিকান্ডের পর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আব্দুল হান্নান সরকার ক্ষতিগ্রস্থদের বাড়িতে গিয়ে কম্বল ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন তাঁর নিজস্ব তহবিল থেকে ছয় হাজার টাকা সহায়তা প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান .আনোয়ার হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

আরও দেখুন

ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় মোঃ বাদল হোসেন (৩০) নামে এক চালকের …