নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা  

নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা  

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ১৬ কোটি ৭১ লাখ ৩৯ হাজার ৯৫৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। 

এ বাজেট ঘোষণা করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে নন্দীগ্রাম পৌরসভার সভাকক্ষে নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, শফিউল আলম ছবি ও জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন।  

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, ওয়ার্ড কাউন্সিলর শাহিরুল ইসলাম, আখতারুজ্জামান উজ্জ্বল ও আবু সাঈদ মিলন প্রমুখ। 

উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডে সার্বিক উন্নয়ন ও সেবামূলক কাজসহ নাগরিক সুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

আরও দেখুন

বড়াইগ্রামে সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: এক বিঘা জমিতে চাল কুমড়া, খিড়া ও তরমুজ চাষ করেছিলেন নাটোরের বড়াইগ্রামে কৃষক …