নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করলেন গ্রামবাসী

নন্দীগ্রামে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করলেন গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করেছে পেং-হাজারকী গ্রামবাসী। উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের পেং-হাজারকী গ্রাম থেকে ভদ্রাবতী নদীর তটে রয়েছে পেং-হাজারকী মহাশ্মশান। এ মহাশ্মশানে চলাচলের জন্য রাস্তা ছিলো না। এ কারণে পেং-হাজারকী গ্রামের লোকজন অনেকদূর দিয়ে ঘুরে পেং-হাজারকী মহাশ্মশানে যাতায়াত করতো। তাই পেং-হাজারকী গ্রামবাসীরা আলিয়ারপুকুর-তুলাশন রাস্তা হতে পেং-হাজারকী মহাশ্মশান পর্যন্ত ১১৪৩ ফুট রাস্তা নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করে।

অবশেষে অনেক বাঁধারমুখে গত ১৫ ডিসেম্বর উক্ত রাস্তা নির্মাণকাজ শুরু করে। তা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। স্থানীয় কয়েকজন রাস্তা নির্মাণকাজে বাঁধা সৃষ্টি করেছিলো। সে কারণে গ্রামবাসী একত্র হয়ে রাত জেগে নতুন রাস্তাটি পাহারা দিচ্ছে। ২৭ ডিসেম্বর দুপুরে সরজমিনে গেলে স্থানীয় জেল হোসেন, পরিমল চন্দ্র, অতুল চন্দ্র ও বিশ্বনাথ জানান, এ রাস্তা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে। এতে পেং-হাজারকী মহাশ্মশানে চলাচলে অনেক সুবিধা হবে। রাস্তাটি স্থায়ী রাখতে আমরা রাত জেগে পাহারা দিচ্ছি।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …