নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে পুকুর খননকালে আবারো কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

নন্দীগ্রামে পুকুর খননকালে আবারো কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া) :

বগুড়ার নন্দীগ্রামে পুকুর খননকালে আবারো কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। বর্তমানে মূর্তিটি নন্দীগ্রাম থানা পুলিশ হেফাজতে রয়েছে। 

জানা গেছে, রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রামের বকুল হোসেনের পুরোনো পুকুর ভেকু দিয়ে খননকালে ওই বিষ্ণু মূর্তিটি স্থানীয় লোকজন দেখতে পায়। পরে খবর পেয়ে নন্দীগ্রাম থানার এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন জানান, ২৫ কেজির অধিক ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। যা দেখতে কষ্টিপাথরের মতোই কিন্তু নিশ্চিত বলা যাচ্ছে না।

আরও দেখুন

বড়াইগ্রামে সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: এক বিঘা জমিতে চাল কুমড়া, খিড়া ও তরমুজ চাষ করেছিলেন নাটোরের বড়াইগ্রামে কৃষক …