বৃহস্পতিবার , মে ৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে ট্রাকের চাকা ফেটে চালকের মৃত্যু

নন্দীগ্রামে ট্রাকের চাকা ফেটে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রামে পাথর বোঝাই ট্রাকের চাকা ফেটে উজ্জ্বল মোল্লা (৪২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সে পাবনা জেলার ফরিদপুর উপজেলার কালিয়ান গ্রামের তোরাফ মোল্লার ছেলে। সোমবার ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার তেঘরী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাবনাগামী পাথর বোঝাই (ঢাকা মেট্টো-ট-১৮-১১১২) ট্রাক ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার তেঘরী এলাকায় পৌঁছিলে চাকা পাংচার হয়ে যায়। সেসময় ট্রাক চালক উউজ্জ্বল মোল্লা নতুন একটি চাকা লাগানোর সময় অন্য চাকা ফেটে লোহার পাতের আঘাতে ছিটকে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন উজ্জ্বল মোল্লাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী বলেন, চাকা ফেটে গাড়ির চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …