নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত

নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ শে মার্চ বেলা ২টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, আব্দুল বারী বারেক, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান, ডা. ইকবাল মাহমুদ লিটন, ডা.এমএমজি সারোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন জাহান বিউটি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েল প্রমুখ।

উক্ত সভায় বিদেশ ফেরা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য গুরুত্ব দেয়ার নির্দেশনা প্রদান করা হয়। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এলাকার কোথাও যেন লোকসমাগম না হয়, এ নির্দেশনাও প্রদান করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা বিষয়ে বিশদ আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে মাদ্রাসার অভিভাবক সদস্য পদে নির্বাচন বানচাল করার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসার …