নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / নওগাঁর আত্রাইয়ে চেক ও ছাগল বিতরণ

নওগাঁর আত্রাইয়ে চেক ও ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর আত্রাইয়ে ভিক্ষুক পূর্নবাসন ও বেকার যুবকের কর্মসংস্থান প্রকল্পের চেক এবং আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভিক্ষুকদের পূর্নবাসন ও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের স্বাবলম্বি করার লক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে চেক ও ছাগল বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। 

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১৭জন ভিক্ষুকের মাঝে প্রতিজনকে সাড়ে ১২হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি ছাড়াও আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান  মমতাজ বেগম, আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। চেক বিতরণ শেষে উপজেলার কয়রা আশ্রয়ন প্রকল্পের ১১জন বাসিন্দাদের মাঝে একটি করে ছাগল বিতরণ করা হয় এবং আশ্রয়নে গড়ে তোলা ছাগলের সমন্বিত খামারের উদ্বোধন করা হয়।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …