নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবল আনারুলের অত্যাচারে দুই পরিবারের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবল আনারুলের অত্যাচারে দুই পরিবারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
সি.আই.ডি রাজশাহীর অধিনস্ত পুলিশ কনস্টেবল শেখ আনারুল ইসলামের অন্যায়, অত্যাচার ও মিথ্যা মামলায় ফাঁসানোসহ প্রাণ-নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দুইটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আজ রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারের ব্যান্যারে এই সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে পরিবারের সদস্যরা বলেন, গত ৪ বছর আগে পুলিশ কনস্টেবল আনারুলের বোনের কাছে চার লাখ টাকার বিনিময়ে একটি জমি ক্রয় করেন ভুক্তভোগি পরিবারগুলো। পরে সে জমি ফেরৎ চান পুলিশ কনস্টেবল। জমি ফেরৎ না দেয়ায় বিভিন্ন সময়ে অন্যায়, অত্যাচার ও মিথ্যা মামলায় ফাঁসানোসহ প্রাণ-নাশের হুমকি দিয়ে আসছেন আনারুল। অত্যাচারী পুলিশ কনস্টেবল আনারুলের অন্যায়, অত্যাচার ও মিথ্যা মামলায় ফাঁসানোসহ প্রাণ-নাশের হুমকি থেকে বাঁচতেই এই সংবাদ সম্মেলন।

এই সময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগি পরিবারের ইসমাইল দেওয়ান, ইসমাইলের স্ত্রী মনোয়ারা বেগম, লোকমান হাকিম ও গোলাম মোস্তফা।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …