বৃহস্পতিবার , মে ৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে নিজ উদ্যোগে ৪৫০টি কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে নিজ উদ্যোগে ৪৫০টি কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
মহামারি করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে থমকে গেছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছে খেটে-খাওয়া, অসহায়, দরিদ্র জনগোষ্ঠী। ঘরে থাকা কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার, ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন। তেমনই এধরনের কাজে এ গিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার তাসেম আলী। গোবরাতলা ইউয়িনের ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রায় সাড়ে ৪শ কর্মহীন পরিবারকে চাল, আটা, আলু ও ডাল বিতরণ করেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে চাঁপাই মহিষপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোবিন মিয়া কর্মহীনদের এসব তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মো. জাকেরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. বাসির আলীসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

তাসেম আলী বলেন, করোনা ভাইরাসে নিম্ন আয়ের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। তাদের কথা বিবেচনা করেই তাদের পাশে দাড়িয়েছি। আর সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের প্রতিটি পরিবারকে ৩ কেজি চাল, ২ কেজি আটা, আলু ১ কেজি ও আধা কেজি ডাল দেয়া হয়। আর এধরনের কার্যক্রম আগামীতে অব্যহত থাকবে।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …