নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন স্কুলে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ

চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন স্কুলে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী সমাবেশ ও শপথ বাক্য অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে জেলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আনিছুর রহমান খাঁন শিক্ষার্থীদের উদ্যোশ্যে বলেন, সোনার বাংলা গড়ার কারিগর হচ্ছে আজকের যুবকরা। সত্যিকার অর্থে সোনার বাংলা গড়তে হলে মাদক পরিহার করতে হবে। মাদককে না বলতে হবে, মাদকের বিরুদ্ধে একজন সৈনিক হিসেবে নিজেকে কাজ করতে হবে। মাদক থেকে নিজকে দূরে রাখতে না পারলে সব স্বপ্নই নষ্ট হয়ে যাবে। শুধু মুখে নয়, বাস্তবে মাদককে না বলতে হবে। কোন পরিবারে একজন মাদক সেবী থাকলে তার কারণে পরিবার পুরো ধ্বংস হয়ে যায়। তাই যে মুখে মা ডাকি সে মুখে কখনই মাদক নয়।পরে, শিক্ষার্থীসহ শিক্ষকদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ গোলাম মুর্শেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আরও দেখুন

নন্দীগ্রামে মাদ্রাসার অভিভাবক সদস্য পদে নির্বাচন বানচাল করার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসার …