নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক নারীসহ দুইজনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক নারীসহ দুইজনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় এক নারীসহ দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করায় তাদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত ১৩   মার্চ তারা দেশে ফিরলে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। আর তা অমান্য করে স্থানীয় বাজার  ও জন-সম্মূখে বাইরে ঘুরে বেড়ানোর কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ কারনে স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতি এক নারীকে ৫ হাজার ও অপর আরো একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আর তাদের বাধ্যতামুল হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনাও প্রদান করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে মাদ্রাসার অভিভাবক সদস্য পদে নির্বাচন বানচাল করার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসার …