নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / শিশুশিল্পী অর্ক পালের চিত্রকর্মে করোনাভাইরাস

শিশুশিল্পী অর্ক পালের চিত্রকর্মে করোনাভাইরাস

বিশেষ প্রতিবেদকঃ
মহামারি করোনাভাইরাসে যখন সবাই ভীত হয়ে ঘরবন্দি হয়ে আছেন, তখন ছোট্ট অর্ক পাল(কাব্য) এঁকে চলেছে করোনাভাইরাস নিয়ে ছবি।

একটি ছবিতে দেখা যায়, পৃথিবীর চারপাশে অনেকগুলো করোনাভাইরাস। পৃথিবীর মাস্ক পরে আছে, দু-চোখে পানি। পৃথিবীর পক্ষে ক্যাপশনে লিখেছে ‘বাড়িতে থাকুন আমাকে বাঁচান’।

আরেকটি ছবিতে দেখা যায় সনাতন ধর্মের দেবতা গণেশ তাঁর অস্ত্র গদা দিয়ে করোনাভাইরাসকে দমন করছে এবং দেবতা গণেশের বাহন ইঁদুর করোনাভাইরাসকে কয়েক দিক থেকে আক্রমন করছে।

সর্বোপরি অর্ক এঁকেছে একটি মানুষের ছবি। মানুষটি মাস্ক পরিহিত। অর্থাৎ অর্ক এই ছবির মাধ্যমে বলতে চায় মানুষকেই আগে বাঁচতে হবে তা না হলে পৃথিবীটা সুন্দর হবে না।

অর্ক পাল নাটোরের মরিয়ম শিশু বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে। করোনা আতঙ্কে হোম কোয়ারেন্টাইনে থেকে পড়া লেখার পাশাপাশি অর্ক ছবি আঁকছে। ছবি গুলো অর্কের বাবা বিশ্বজিত পালের ফেসবুক থেকে সংগৃহীত।

আরও দেখুন

নাটোরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক:  জাতির পিতার  প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন দোয়া ও আলোচনা সভার মধ্যদিয়ে জেলা প্রশাসকের আয়োজনে …