শুক্রবার , এপ্রিল ২৬ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি প্রত্যয় সাহার কবিতা ‘পোস্ট অফিস’

কবি প্রত্যয় সাহার কবিতা ‘পোস্ট অফিস’

পোস্ট অফিস

কালের বিবর্তনে সেই রাস্তায় আর যাওয়া হয় না,
যে রাস্তা ছেলেবেলায় দেখেছি,
মানুষের পদচারণায় মুখরিত ছিল।
সেই রাস্তায় আজ ধুলো,বালির পদচারণায়?
প্রবেশ করা নিষিদ্ধ প্রায় ।

স্বপ্নবাজ মানুষের মতো স্বপ্ন দেখেছি শুধু ,
একদিন তুমি তোমার নিজস্ব ঠিকানায় চিঠি লিখবে ,
তোমার চিঠির উছিলায় পোস্ট অফিসের চৌকাঠ ডিঙাবো,
কৈ তোমার চিঠি আজও নিজস্ব ঠিকানায় পৌঁছায় না।
হয়তো তোমার নিজস্ব ঠিকানা পাল্টে গেছে ,
-কি বল?
না তোমার নিজস্ব ঠিকানা পাল্টে নি ,
সেই চিরচেনা পোস্ট অফিস রয়ে গেছে নিজস্ব ঠিকানা হয়ে।

শুধু তোমার নিজস্ব ব্যাক্তিগত মানুষ পাল্টে গেছে।
তাই আমার দিবা-স্বপ্ন রয়েছে অতল গহিনে।
কিন্তু হ্যাঁ,
পোস্ট অফিসের চৌকাঠ ডিঙানোর স্বপ্ন সত্যি হয়েছে অনেকের।
সপ্তাহে অন্তত একবার হলেও পোস্ট অফিসে যেতে হয়,
পরিবারের বেকার সন্তানটার কথা ভেবে ,
সেই বৃদ্ধ পিতার মুখের দিকে তাকালে ,
চিত্ত কাঁদে ব্যাকুল সুরে।

একঝাঁক পাখির ন্যায় যুবকের দল,
রোজ চাকুরী নামের এক মিথ্যা প্রতিশ্রুতির সাথে লড়াই করছে।
ধুলোবালিছাই উড়া রাস্তার পাশেদিয়ে গেলে,
আজ শুধুই দেখতে হয় ,
অজস্র বৃদ্ধ পিতার অশ্রুসিক্ত চোখ।
কখন আসবে সেই সোনার হরিণ ।
শুধু চাকরির চিঠির অধীর অপেক্ষায় বসে আছে একদল যুবক।
প্রশ্নঃ শুধু একটাই আমাদের তথা পরবর্তী প্রজন্মের জন্য কী অপেক্ষা করছে?
ভাবলেই কান্না পায়।
তবুও পোস্ট অফিস থাকুক সবার অন্তরে।

আরও দেখুন

বড়াইগ্রামে বাংলা নববর্ষ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যেগে বাংলা নববর্ষ ১৪৩১  উদযাপন করা হয়েছে। পরে সকাল …