বৃহস্পতিবার , মে ৯ ২০২৪
নীড় পাতা / আবহাওয়া / আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস!

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস!

নিউজ ডেস্কঃ

আগামী চার দিনে দেশে বৃৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে সকাল ৭টা পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আকাশ মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া পূর্বাভাসের তথ্যানুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …