নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে আত্মকর্মসংস্থানের লক্ষে অসহায় নারীদের মাঝে ঋণ বিতরণ

গুরুদাসপুরে আত্মকর্মসংস্থানের লক্ষে অসহায় নারীদের মাঝে ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
গুরুদাসপুর উপজেলায় অসহায় নির্যাতিত সাতজন নারীর মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে “নারী সহায়তা কেন্দ্রের” আওতাধিন ওই সাতজন নারীকে ১০ হাজার করে ৭০ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমীন।

উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন জানান, আত্মকর্মসংস্থানের লক্ষে সাতজন অসহায় নির্যাতিত নারীকে আর্থিক ঋণ প্রদান করা হয়েছে। তারা যেন এই টাকা দিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তার জন্যেই শুধু মাত্র সার্ভিস চার্জ নিয়ে তাদের মাঝে ওই ঋণ বিতরণ করা হয়েছে। আগামীতে আরো ব্যাপক পরিশরে ঋণ বৃদ্ধির জন্য চেষ্টা অব্যাহত থাকবে। 

আরও দেখুন

ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় মোঃ বাদল হোসেন (৩০) নামে এক চালকের …