নীড় পাতা / জেলা জুড়ে / অবৈধভাবে পুকুর খননের প্রতিবাদে নাটোরে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

অবৈধভাবে পুকুর খননের প্রতিবাদে নাটোরে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক:
অবৈধভাবে পুকুর খননের প্রতিবাদে নাটোরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যরা। আজ ১৮ মে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সোহেল রানার সভাপতিতে এবং সদর উপজেলার সাধারণ সম্পাদক সুবীর বর্ধন মন এর সঞ্চালনায় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন, বড়াইগ্রাম উপজেলা শাখার সহ-সভাপতি পারুল আক্তার প্রমূখ।

বাংলাদেশ মানবাধিকার কমিশন, বড়াইগ্রাম উপজেলা শাখার আয়োজনে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে ১০ দফা দাবি উত্থাপন করা হয় ১০ দফা দাবিগুলো মধ্যে গত ২ মে নাটোরের জেলা প্রসাশক আবু নাসের ভূঁঞা বড়াইগ্রামে যে প্রতিশ্রুতি প্রদান করেছেন তার সুষ্ঠু ও সঠিক বাস্তবায়ন করতে হবে। অনতিবিলম্বে মাটি থেকোদের আইনের আওতায় এনে তাদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে। শুধু ভেকুর ব্যাটারী জব্দ নয়, ভেকু ও ট্রাক্টর জব্দ পূর্বক নিলামে বিক্রি করে সে অর্থ সরকারী কথাগারে জমা করতে হবে। পরে তাদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

আরও দেখুন

ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় মোঃ বাদল হোসেন (৩০) নামে এক চালকের …