শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / হরতালের বিরুদ্ধে আহম্মদ আলী মোল্লা’র নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা ও মহাসড়কে অবস্থান কর্মসূচি

হরতালের বিরুদ্ধে আহম্মদ আলী মোল্লা’র নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা ও মহাসড়কে অবস্থান কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক ,গুরুদাসপুর:
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে গুরুদাসপুর-বড়াইগ্রামের কোথাও বিএনপি-জামায়াতের পিকেটিং বা তাদের কোনো নেতাকর্মীকে সকাল থেকে এ পর্যন্ত মাঠে দেখা যায়নি।
তাদের এ হরতালে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও নাটোর-৪ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আহম্মদ আলী মোল্লা’র নেতৃত্বে গুরুদাসপুর-বড়াইগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক এলাকা দিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা এবং বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।


রোববার সকাল থেকেই নাটোর-৪ আসনে মনোনয়ণ প্রত্যাশী আহম্মদ আলী মোল্লা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী অনার্স কলেজ রোড থেকে “জয় বাংলা” ¯েøাগানে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এরপর গুরুদাসপুর বাজার, চাঁচকৈড় বাজার, কাছিকাটা বিশ^রোড, মশিন্দা, হাজিরহাট, নায়াবাজার, রাজাপুর, রাজ্জাক মোড়সহ দুই উপজেলার মহাসড়কের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেন।


আহম্মদ আলী মোল্লা বলেন, গতকালকের ন্যক্কারজনক ঘটনার মাধ্যমে বিএনপি-জামায়াত তাদের পুরনো মুখোশ উন্মোচন করেছে। এসময় সারা দিন রাস্তায় অবস্থান করে বিএনপি-জামায়াতকে উচিত জবাব দেয়ার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। নাটোর-৪ গুরুদাসপুর-বড়াইগ্রামে কোন অগ্নিসন্ত্রাশ ঘটাতে পারবেনা বিএনপি জামায়াত। তাদেরকে প্রতিহত করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সকল সংগঠন প্রস্তুত রয়েছে।#
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ মনোয়ারুজ্জামান বলেন, গুরুদাসপুর থানা পুলিশ শক্ত অবস্থানে রয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …