নীড় পাতা / জাতীয় / সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১০নভেম্বরের মধ্যে কম্পিউটার স্থাপনের নির্দেশ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১০নভেম্বরের মধ্যে কম্পিউটার স্থাপনের নির্দেশ

নিউজ ডেস্ক:
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহার উপযোগী কম্পিউটার বা ল্যাব নেই, সেগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় আগামী ১০ নভেম্বরের মধ্যে ইন্টারনেট সংযোগসহ কমপক্ষে দুটি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার স্থাপনের নির্দেশ দিয়েছে মাউশি। মাউশি গত মঙ্গলবার অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে এই নির্দেশনাপত্র পাঠিয়েছে।

নির্দেশনাপত্রে বলা হয়, নতুন শিক্ষাক্রমের আওতায় ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস থাকা আবশ্যক। এ জন্য স্ব-উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় কম্পিউটার স্থাপনের নির্দেশ দেওয়া হলো।

আরও দেখুন

বড়াইগ্রামে সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: এক বিঘা জমিতে চাল কুমড়া, খিড়া ও তরমুজ চাষ করেছিলেন নাটোরের বড়াইগ্রামে কৃষক …