নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে ব্যতিক্রমী আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার

লালপুরে ব্যতিক্রমী আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার

নিজস্ব প্রতিবেদক:
ব্যতিক্রমী আয়োজনে নাটোরের (লালপুর-বাগাতিপাড়া) উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়েছে। প্রায় দেড় শতাধিক মাইক্রো গাড়ির বহর নিয়ে দুই উপজেলার বিভিন্ন প্রান্তে নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও একুশে পদক প্রাপ্ত শহীদ মমতাজ উদ্দিনের পুত্র লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর এ প্রচারণা চালান। এ সময় তার সাথে দুই উপজেলার শত শত নেতাকর্মী এ প্রচারণায় অংশগ্রহণ করেন।

ব্যতিক্রমী আয়োজনে ৭ই মার্চের ভাষণ প্রচারের উদ্দেশ্য সম্পর্কে শামীম আহম্মেদ সাগর বলেন, আজ ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের আজকের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন ।
তার এই ভাষনের জন্যই আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। একটি স্বাধীন সার্বভৌম্য রাষ্ট্র পেয়েছি। ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দিয়েছে। জাতির জনকের সেই ভাষণ ৭ কোটি মানুষের মাঝে গনজাগরণ সৃষ্টি করেছিলো। নতুন প্রজন্মের মাঝে মুজিব আদর্শ ছড়িয়ে দিতে আমরা জাতির জনকের ভাষন ছড়িয়ে দিচ্ছি।

আরও দেখুন

বাগাতিপাড়ায় সেরা শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে সেরা শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান নির্বাচিত …