বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় অবৈধ পুকুর খনন বন্ধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

নাটোরের সিংড়ায় অবৈধ পুকুর খনন বন্ধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় অবৈধভাবে পুকুর খনন বন্ধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন করেছে কৃষকরা। বৃহস্পতিবার সকালে উপজেলার শৈলমারী বিলে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক তসলিম উদ্দিন, শফিকুল ইসলাম, জিন্না খান, আবু তালেবসহ হাজীপুর ও শৈলমারী গ্রামের কৃষকরা অংশ নেন।

মানববন্ধনে ভুক্তভোগী কৃষকরা জানান, হাজিপুর ও শৈলমারী বিলে অবৈধ ও অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে বিলের প্রায় ২০০ একর জমিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে প্রশাসনকে একাধিক বার জানালেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছেনা। দ্রুত পুকুর খনন বন্ধসহ বিলের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …