বৃহস্পতিবার , মে ২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় অবৈধ পুকুর খনন বন্ধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

নাটোরের সিংড়ায় অবৈধ পুকুর খনন বন্ধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় অবৈধভাবে পুকুর খনন বন্ধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন করেছে কৃষকরা। বৃহস্পতিবার সকালে উপজেলার শৈলমারী বিলে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক তসলিম উদ্দিন, শফিকুল ইসলাম, জিন্না খান, আবু তালেবসহ হাজীপুর ও শৈলমারী গ্রামের কৃষকরা অংশ নেন।

মানববন্ধনে ভুক্তভোগী কৃষকরা জানান, হাজিপুর ও শৈলমারী বিলে অবৈধ ও অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে বিলের প্রায় ২০০ একর জমিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে প্রশাসনকে একাধিক বার জানালেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছেনা। দ্রুত পুকুর খনন বন্ধসহ বিলের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

আরও দেখুন

হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:মহান আর্ন্তজাতিক পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে এক দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের …